মতলব উত্তর উপজেলার ছেংঙ্গারচর পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামালের নেতৃত্ব মোটরসাইকেল শোডাউন আয়োজন করা হয়।
১৩ ই সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় ছেংঙ্গারচর সরকারি ডিগ্রী কলেজ এর সামনে থেকে ঘনিয়ারপাড় , রুহিতারপাড়, জীবগাও ও রোস্তম মার্কেট ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদর্শন করে ছেংঙ্গারচর পৌরসভার সামনে এসে সমাপ্ত হয়।
এসময় ছেংঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এছাড়াও শ্লোগান দেয় ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা।
উপস্থিত ছিলেন ছেংঙ্গারচর পৌর সেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক মোঃ রাজন শিকদার, হাবিবুর রহমান নিশাত,সোহাগ, স্বপন,মোহাম্মদ আলী, জিসান, সুজন,পৌর ছাএদলের যুগ্নআহবায়ক মেহেদী,৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক নেতা ফাহিম মিয়াজী, রোমান সরকার, হাসান, ৮নং ওয়ার্ড ছাদলের সভাপতি মোঃ রোমান ছেংঙ্গারচর সরকারি কলেজ ছাএনেতা রিয়াদ হোসেন, সায়মন,প্রমূখ।