বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বোদা শাখার উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলাদলের বোদা উপজেলা পৌর শাখার আহবায়ক মজিদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, হকিকুল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিএনপির সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা মহিলা দলের সদস্য সচিব সজিনা বেগম।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়।
এসময় বক্তরা, ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের গুলিতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে একই সাথে আগামীতে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ও ভোটের অধিকার নিশ্চিত করে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহিলাদের এগিয়া আসার আহ্বান জানানো হয়।