ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর পুরান ঢাকার অন্যতন বিদ্যাপীঠ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়।তিনি পূর্বে ফরিদপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ,আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তাগণকে আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ আগস্ট পদত্যাগ করেন সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর।
এরপরে থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন।