টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজে এক আলোচনা সভা রেলী করে। রেলীটি শহীদ জিয়া মহিলা কলেজ থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হয়ে আবার মহিলা কলেজে মিলিত হয়। এখানে অস্থায়ী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, মহিলা দলের সভানেত্রী সেলিনা খলিল তালুকদারের সভাপতিত্ব অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ।