আজ ৩ সেপ্টেম্বর সকাল দশটায় চাঁদপুর মতলব উত্তর সাদুল্লাপুর গ্রামে প্রতিষ্ঠিত সিকোটেক্স এগ্রো লিমিটেড এর কর্মচারী ইসমাইল হোসেন (৫৩), সূফি দরবারে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুপুর বারোটায় সূফি দরবার প্রাঙ্গণে গাউসুল আজম জামে মসজিদের খতিব মোহাম্মদ কেফায়েত উল্লাহর ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদ সামসু আলম জুলফিকার, সাদুল্যাপুর মঈনিয়া আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এম মুস্তাফিজুর রহমান ও সিকোটেক্স এগ্রো লিমিটেডের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
ইসমাইল হোসেন এর মৃত্যুতে সিকোটেক্স এগ্রো লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোকাহত। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুফি সাধক নাসির উদ্দিন সরকার একবার্তায মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।