ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইকান্দী এলাকাবাসীর উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য তান সামগ্রী বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়া কসবা সায়েরাবাদ(আশ্রয়কেন্দ্র) বারেশ্বর,কুমিল্লা বুড়িচং তিনটি গ্রাম, সহ আরো অনেক জায়াগায় এান পৌঁছানো হয়। বন্যার্ত এলাকার মধ্যে তান সামগ্রী বিতরণের কাজ সমাপ্তে। শিমরাইকান্দি এলাকারা ছাএ,যুবক, হিন্দু, মুসলিম, সবাই একটা কথায় বলেছে বন্যা কবলিত এলাকাগুলোতে না গেলে বুঝবেন না তাদের আহাজারি আপনাদের আমানত তাদের হক যতটুকু সম্ভব পৌঁছে দেন।