গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় হইতে একটি পিকআপ ভ্যান জব্দসহ ১৯৩ বোতল ফেন্সিডিল ও নুর নবী মিয়া (২৫) ও আলমগীর হোসেন (৩০) নামের ২ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র্যাব-১৩সিপিসি-৩ গাইবান্ধা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী নুর নবী মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবধা গ্রামের মজিবর রহমানের ছেলে ও আলমগীর হোসেন লালমনিরহাট সদরের মোস্তফি গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর মহাসড়কের বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সাদা রংয়ের পিকআপ গাড়ি তল্লাশি করে ১৯৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ওই দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।