বগুড়া পৌরসভার ভার প্রশাসন দায়িত্ব গ্রহণ করলেন বগুড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাসুম আলী বেগ।
গত মঙ্গলবার বগুড়া পৌরসভার প্রশাসকের কাছে দায়িত্বহস্তান্তর করেন অব্যাহতি প্রাপ্ত বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তার শাজাহান রিপন, প্যানেল মেয়র-১পরিমল চন্দ্র দাস ২ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রুস্তম আলী।
সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবায়দা বেগম, ফারুক সাকিনা শিখা, সহ পৌরসভার অন্যান্যকর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এ সময় অব্যাহতি প্রাপ্ত বগুড়া মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশা তার ক্ষমতা কালে উন্নয়নমূলক বক্তব্য ও কথাবার্তা তুলে ধরেন, এবং পৌরবাসীর কাছে নিজের যা না বা অজান্তে কোন ভুল থাকলে তার জন্য তিনি অনুতপ্ত বলে জানান।
এদিকে পৌরসভার দায়িত্ব গ্রহণ কালে মোঃ মাসুম আলী বেগ- দৈনিক স্বদেশ বিচিত্রা বিশেষ প্রতিনিধ কে জানাই দায়িত্ব হস্তান্তর পাওয়ার পরে নাগরিক সুবিধার ও পৌরসভার যে কোন সেবা সমানভাবে দুর্নীতি মুক্ত সবাই পায় এ বিষয়ে তিনি সবসময় সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
অতীতের যা আছে তা থেকে এবং নতুন করে আরো শুরু করার জন্য পৌরবাসী ও পৌর কর্মকর্তা কর্মচারীর কাছে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।