মাদারীপুরের ডাসারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দেয়ালের সৌন্দর্য ফেরাতে রং তুলির আচড়ে দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার(২০আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হয় এবং নতুন ভবনের নিচের দেয়ালগুলোর সৌন্দর্যবর্ধন ফিরিয়ে আনতে বিভিন্ন ছবির মাধ্যমে রং তুলিতে ফুটিয়ে তোলা হয় দেশের মানচিত্র জাতীয় পতাকাসহ দেশাত্মক উক্তি।
রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী সংগঠন , স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সকল স্বেচ্ছাসেবকবৃন্দ কাজ করেন পরিষ্কার-পরিচ্ছন্ন দেয়াল লিখন ও ছবির আর্ট কর্মসূচিতে।
ডাসার ডিকে আইডিয়াল সৈয়দাতার আলী একাডেমী এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ আশিক ও তামিম বলেন, রোভার স্কাউট এর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের তারই ধারাবাহিকতায় দেশের সকল স্থানের প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকাল সময়ে যারা ইতোপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ট্রাফিক, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও দেয়ালে গ্রাফিক্স আর্ট, এবং মানুষের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি।
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান দেয়াল লিখন ও ছবি আর্টের বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থী জেনিফা মাহবুব বলেন আমরা নতুন করে যে স্বাধীনতা ফিরে পেয়েছি তা আমাদের তরুণ ছাত্র সমাজের জন্য তাদের স্মৃতিচারণে গ্রাফিক্সের কার্যক্রম চলছে।