চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে এক চোর আটক করা হয়েছে।
আজ (১৫ মে) দুপুর ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব উত্তর থানা পুলিশের যৌথ অভিযানে মধ্য নগর এলাকা থেকে ইব্রাহীম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৫ সেট চাবি, ১টি স্টিল কাটার এবং ১০ কেজি প্লেইন শিট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, যা এখনও চলমান রয়েছে।